“What is Love?” কতো শক্তিশালী হলে হযরত আলী (রাঃ) ৯০০ কেজি ওজনের একটি দরজা তুলেছিলেন। কিন্তু যখন তার স্ত্রী হযরত ফাতেমা (রাঃ) ইন্তিকাল করলেন তখন আলী (রাঃ) বললেন ও সাহাবীরা আমাকে ফাতেমার খাটিয়া বহন করতে সাহায্য করুন।🙂🖤
Always remember this😞💔 Outfit — @Snowdrop by Ridi💜| উপজাতী কখনও দোস্ত হয়না কথাটা আমার কাছে ভুল মনে হয়, কারন ভালো-খারাপ সব সমাজেই আছে। তাই বলে তো সবাইকে দোষ দেয়া যায় না। জানোয়ার যেই জাতীরই হোক না কেনো, সে জানোয়ারই। তাই আমাদের উচেত বিষয়টিকে সঠিক ভাবে মূল্যায়ন করা। কারন বন্ধুর মাংস পুড়িয়ে খাওয়া কখনও কারো পক্ষে প্রথমবারের মতো সম্ভব নয়। ক্ষতিয়ে দেখা উচিত এদের পূর্বের কর্মকান্ড। যাইহোক, হত্যাকারীর একজন যেভাবে শাস্তি পেয়েছে, বাকীদেরও একই পন্থায় জনসম্মুখ্যে শাস্তি দিলেই শুধু উপজাতী না সর্বস্তরের মানুষই সতর্ক থাকবে বলে মনে করি। তবে একটা কথা মনে রাখবেন, “বন্ধু নির্বাচনের সময় সঠিক বন্ধু নির্বাচন করবেন। বস্তুত, সবাই বন্ধুসুলভ আচরন করলেও প্রকৃতপক্ষে সবাই বন্ধু হয়না।”🙂
গল্পটা পড়ার অনুরোধ রইলো। একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো। মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল। মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো, আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।
আমাদের সবার বুকের ভেতরই একান্ত নিজের একটা জগৎ থাকে, নিজের একটা মানুষ থাকে। সেই মানুষটার কাছে কেমন যেনো আমরা বাচ্চা হয়ে যাই। আমরা চাই সেই মানুষটা আমাদের খামখেয়ালি বুঝুক। আমাদের রাগ, অভিমান, ভালোবাসা, দুঃখ, আনন্দ সব বুঝুক। আমরা না বলতেই বুঝুক।🖤
একটা মানুষ হোক, যে দিনশেষে সম্পূর্ণ আমার, আমিতেই যার তৃপ্তি, আমার মধ্যেই যে মানসিক শান্তি খুঁজে পাবে। যে আমার চেয়ে শ্রেষ্ঠ কাউকে খুঁজবে না, একটা মানুষ হোক একান্তই নিজের। 🖤